যশোরের বেনাপোল বন্দরে আমদানি-রফতানির ফলে শ্রমিকরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে- এমন আশঙ্কায় ভারতীয় শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে।
গতকাল ভারতের বনগাঁয় পেট্রাপোল তৃণমূল কংগ্রেস ও কয়েকটি শ্রমিক সংগঠন এ আন্দোলন করে।
তাদের দাবি, বেনাপোলে বহু মানুষ করোনায় আক্রান্ত। এ অবস্থায় বাংলাদেশের শ্রমিকদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই রফতানি বা আমদানির কাজ শুরু হলে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই আজ এলাকাবাসীর স্বার্থে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়া হয়।
এর আগে করোনাভাইরাসের কারণে ৪১ দিন বন্ধ থাকে বাংলাদেশ-ভারত স্থলবন্দর বাণিজ্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে শুরু হয়েছিল দু দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য।