রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে শনিবার সকালে লাগা আগুন প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ লিটন জানান, সকাল সাড়ে ৯টার দিকে পেট্রোবাংলার ১৫ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়।
হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।