পুঁজিবাজারের তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে ৩০ বছর দীর্ঘমেয়াদী ইজারা চুক্তি করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পেট্রোম্যাক্স এ সময়ের জন্য মোংলা বন্দরের ১৩ একর জমি ইজারা নিবে। জমিতে কোম্পানিটি স্টোরেজ ট্যাংক স্থাপন করে বিদ্যমান স্টোরেজ সুবিধা বাড়াবে। এছাড়া কোম্পানিটি বাজারের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিশোধন সক্ষমতা বাড়াবে।