পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের পরে আসা ব্যালট গণনা অবিলম্বে বন্ধে রিপাবলিকানরা যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের একজন বিচারক তা খারিজ করে দিয়েছেন।
বিচারক স্যামুয়েল আলিতো ইতোমধ্যে পরে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ অব্যাহত রাখার কথা বলেছেন।
এসব ভোট আলাদভাবেই গণনা করা হচ্ছে।
পেনসিলভানিয়ার সেক্রেটারি অব স্টেট ক্যাথি বুকভারকে নির্দেশ মানতে বলেছেন সুপ্রিম কোর্টের এই বিচারক।
এর আগে পেনসিলভানিয়ার স্টেট অব সেক্রেটারি এমন নির্দেশনা দিয়েছিলেন।
এদিকে রিপাবলিকানদের আইনী চ্যালেঞ্জ সত্ত্বেও পেনসিলভানিয়ায় ভোট গণনা থেমে নেই। শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও বিলম্বে আসা ভোট গণনা শুরুর পর বাইডেন এগিয়ে যেতে শুরু করেন।
ডাকযোগে আসা অধিকাংশ ভোটই বাইডেনের পক্ষে যাবে এমন ধারণা থেকে শুক্রবার রিপাবলিকানরা অবিলম্বে ভোট গণনা বন্ধের আবেদন জানায়।
হোয়াইট হাউস জয়ের পথে বড়ো নিয়ামক হয়ে উঠেছে পেনসিলভানিয়া। সেখানে এ পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা হয়েছে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৬৩৩ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৭ হাজার ৪৫৯ ভোট।