পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ানের লভ্যাংশ ঘোষণা

 

আজকের বাজার ডেস্কঃ পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ানের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন’১৭ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে এই ফান্ডে।

সম্প্রতি অনুষ্ঠিত পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটির বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

লভ্যাংশের জন্য জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ৩০ জুন।

আলোচিত বছরে এ মিউচুয়াল ফান্ডে ইউনিট প্রতি আয় (Earning per unit-EPU) হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন তারিখে প্রতি ইউনিটের সম্পদ মূল্য দাঁড়ায় ১২ টাকা ৯৮ পয়সা।

গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ১০ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছে ব্যাংক খাতের কোম্পানি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

আজকের বাজারঃ সালি/২৬ জুলাই ২০১৭