পেনিনসুলা চিটাগাংয়ের ইপিএস কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫১ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর ১৭) এই মুনাফা কমেছে।

কোম্পানীটি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৩২ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ০.৬৫ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩৩ টাকা বা ৫১ শতাংশ।

কোম্পানিটির ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নিট শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩০.৫০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বাজার: জাহো / সালি, ২২ জানুয়ারি ২০১৮