যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পেন্টাগনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগকারীরা ক্ষমতা হস্তান্তরকে বাধাগ্রস্ত করছে।
তিনি সতর্ক করে বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদের ট্রানজিশান টিমের কাছ থেকে ব্রিফ নেয়া শেষে সোমবার এ কথা বলেন তিনি।
বাইডেন আরো বলেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিদায়ী প্রশাসনের কাছ থেকে এ মুহূর্তে তারা প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না। একে তিনি দায়িত্বহীনতা বলে উল্লেখ করেন।
বাইডেন বলেন, বিদায়ী প্রশাসনের কাছে বিশ^জুড়ে মোতায়েন থাকা মার্কিন সৈন্যদের বিষয়ে তারা একটি স্পষ্ট চিত্র চেয়েছিলেন।
তিনি বলেন, যে কোন বিভ্রান্তি দূর করতে প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাসমূহের জন্য চলমান বাজেট পরিকল্পনা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানা প্রয়োজন।
এদিকে বাইডেনের এ অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্পের নিয়োগ দেয়া ভারপ্রাপ্ত নতুন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার বলেছেন, ছুটির এ সময়ে ব্রিফ বন্ধ থাকার বিষয়ে বিদায়ী প্রশাসনের সঙ্গে একমত হয়েছিল বাইডেন টিম। তবে এ কথাকে অসত্য বলে উল্লেখ করেছে ট্রানজিশান টিম।
এদিকে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প এখনও নিজের পরাজয় স্বীকার করেননি।
নির্বাচনে বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অব্যাহত অভিযোগ তুলে যাচ্ছেন।