পেন্সের সঙ্গে সাক্ষাৎ করবেন না আব্বাস

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের আসন্ন সফরে তার সঙ্গে সাক্ষাৎ করবেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার আব্বাস এ ঘোষণা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। আগামী ১৯ ডিসেম্বর মাইক পেন্সের ইসরায়েল ও পশ্চিম তীর সফর করার কথা রয়েছে।

রিয়াদ আল মালিকি বলেছেন, আমরা আমাদের আরব ভাইদের মধ্য থেকে বা বিশ্বের অন্য কোন দেশকে মধ্যস্থতাকারী হিসেবে চাই। আমরা এমন কাউকে শন্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানব না, যে সরাসরি আমাদের বিরুদ্ধে আচরণ করছে।

এ ছাড়া মিসরের কপটিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ দ্বিতীয় ট্যাওয়াড্রোস এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি আহমাদ আল-খতিবও পেন্সের সঙ্গে স্বাক্ষাৎ না করার ঘোষণা দিয়েছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতির প্রতিবাদে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

৫ ডিসেম্বর আমেরিকার ওই ঘোষনার পরই ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, পেন্সকে স্বাগত জানানো হবে না। তবে এর জবাবে বৈঠক বাতিল করার পরিনাম ভাল হবে না বলে হুশিয়ারি দেয় আমেরিকা।

প্রসঙ্গত, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজামেলকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণায় ফিলিস্তিনসহ গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠে।

সূত্র: রয়টার্স

আজকের বাজারঃ এসএস/সালি, ১০ ডিসেম্বর ২০১৭