পেরুতে মঙ্গলবার টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। এর দু’দিন আগে দেশটি চীনের রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে তিন লাখ ডোজ টিকা নিয়েছে।
পেরুতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ তীব্র হয়েছে। দেশটির জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ। করোনায় আক্রান্ত হয়েছে ১২ লাখ লোক। মারা গেছে ৪২ হাজারেরও বেশি।
হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। প্রায় ১৩ হাজার ৮শ’ রোগী বর্তমানে হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা নিচেছ।
প্রথমেই রাজধানী লিমার বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হয়।
সশস্ত্র বাহিনী বিমানে করে দেশটির প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দিচ্ছে।
রোববার পেরু আরো ৭ লাখ ডোজ টিকা গ্রহণ করবে। সিনোফার্মের কাছ থেকে পেরু ৩ কোটি ৮০ লাখ ডোজ টিকা কিনতে সম্মত হয়েছে। এছাড়া ফাইজার/বায়োএনটেকের কাছ থেকে কিনবে ২ কোটি ডোজ টিকা।
এদিকে আর্জেন্টিনা জরুরি ব্যবহারের জন্য ভারতের তৈরি কোভিশিল্ড টিকার অনুমোদন দিয়েছে।
এছাড়া দেশটি রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকা ব্যবহারেরও অনুমোদন দিয়েছে। দেশটি ২৯ ডিসেম্বর টিকা দেয়ার কাজও শুরু করেছে। এ পর্যন্ত তারা কেবল স্পুটনিক ভি টিকাই ব্যবহার করেছে।