পেরুর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনায় ৫ জন নিহত হওয়া ছাড়াও ছয় জন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীরা মাদক পাচারকারীদের পক্ষে এই হামলা চালিয়েছে।’
সাতিপো প্রদেশে এই হামলা চালানো হয়। এটি আপুরিম্যাক, এনে এবং মান্দারো নদী তীরবর্তী কোকা উৎপাদনকারী উপত্যকার অংশ। পেরুর দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত এই এলাকাটি ভিরায়েম নামে পরিচিত।
২০০৬ সাল থেকে পেরুর সামরিক বাহিনী উপত্যকাটি পর্যবেক্ষণে রাখছে। সরকার নিশ্চিত হয়েছে যে সেখানে শাইনিং পাথের তৎপরতা রয়েছে।
সরকার জানায়, বিদ্রোহীরা তাদের অভিযানের অর্থ যোগানের জন্য মাদক পাচারকারীদের সঙ্গে কাজ করছে।
আরজেড/