পেরুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় নিহত হয়েছেন১ জন, আহত হয়েছেন অন্তত ৬৫ জন।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৪টা ১৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের আঘাতে অনেক ভবন ধসে পরে। সেই ভবনের ধ্বংসাবশেষেই মৃত্যু হয় অন্তত ১ জনের। এদিকে নিহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, আকারি থেকে ৪০ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুসিংকি বলেছেন, ইতোমধ্যে উদ্ধারকারী দলগুলো তাদের কাজ শুরু করেছে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখছেন তারা।
এ ঘটনায় প্রত্যন্ত অঞ্চলেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গত এক শতকে ১৩ বার ৬.৫ মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে।
আজকের বাজার:এসএস/১৫জানুয়ারি ২০১৮