পেরুর পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস সৈকতে পড়ে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পরিবহন কর্মকর্তারা। বাসটিতে ৫০ জন যাত্রী বহন করছিলো। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়।
পেরুর প্রশান্ত মহাসাগরীয় ওই সড়কটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়ে থাকে।
আজকের বাজার:এসএস/আরঅার/৩জানুয়ারি ২০১৮