প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা-কে পাঠানো এক শোক বর্তায় বলেন, বাংলাদেশী জনগণ ও আমার নিজের পক্ষ থেকে ব্রাজিলের বিশ্বকাপ হিরো ও সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার এডসন আরান্তেস দো নাসসিমেন্তোর (পেলে) মৃত্যুতে আমি গভীর শোক ও দু:খ প্রকাশ করছি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-এ-আলম সরকার এ খবর জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে তিন বারের বিশ্বকাপ বিজয়ী এডসন আরান্তেস দো নাসসিমেন্তো (পেলে)’র জন্য গভীর শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে।
তিনি আরো বলেন, ফুটবল-প্রেমী বাংলাদেশী জনগণের জন্য একটি অনুপ্রেরণার নাম পেলে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের লাখো মানুষ ‘ফুটবলের রাজা’ পেলের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান। পেলের পরিবারের সদস্যরা ধৈর্য্যরে সাথে এই শোক সামলে উঠতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান