গতকাল (মঙ্গলবার, ১৯ নভেম্বর) ছিল ফুটবল সম্রাট পেলের হাজার গোল করার সেই অনন্য নজিরের ৫০তম বছর। আর ব্রাজিলের কোচ তিতে এ দিনই পেলের সঙ্গে মেসির তুলনার প্রসঙ্গ আসতেই হেসে উড়িয়ে দিলেন।
পেলের সঙ্গে কোনো ফুটবলারের তুলনা হতে পারে না বলে মনে করেন ব্রাজিল কোচ। তার মতে, মেসি ভালো খেলোয়াড় হিসেবে প্রশংসার দাবিদার তবে তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তিনি বলেন, ‘পেলের সঙ্গে কারও তুলনা হয় না। যদি কেউ অন্য কারও তুলনা করে, তা হলে আমি কান খোলা রেখেও কিছু শুনি না।’ তিতে আরও বলেন, ‘মেসির সঙ্গে তুলনার তো বিশ্বাসযোগ্যতাই নেই। অতীতে অবশ্যই ওর (মেসির) প্রশংসা করেছি। এটাও বলেছি, ও অন্যদের থেকে আলাদা। কিন্তু সেটা, এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে।’
স্পষ্টবাদী হিসেবে সুনাম রয়েছে কোচ তিতের। তাই পেলে সম্পর্কে বলেন, ‘সব সময় পেলে সর্বকালের সেরা। ভাববেন না নিজে ব্রাজিলীয় বলে এ কথা বলছি। বলছি একটাই কারণে— ওর মধ্যে আজ পর্যন্ত কেউ খুঁত খুঁজে পায়নি।’
এ দিকে মঙ্গলবার (১৯ নভেম্বর) ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। গোল করেছেন পাকেতা, কৌতিনহো এবং দানিলো। এতে টানা পাঁচ ম্যাচ পর প্রথম জয় পেল তিতের শিষ্যরা।
আজকের বাজার/আরিফ