পেলোসি তাইওয়ান সফর করায় ‘শাস্তির’ প্রতিশ্রুতি ব্যক্ত চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ের সাথে খারাপ আচরণকারীদের শাস্তি দেওয়ার ব্যাপারে বুধবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর প্রশ্নে দেশটি বিক্ষুব্ধ হওয়ার পর তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।  খবর এএফপি’র।
নমপেনে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের এক সম্মেলনের ফাঁকে ওয়াং বলেন, ‘এ সফর একটি সম্পূর্ণ প্রহসন। তথাকথিত ‘গণতন্ত্রের’ ছদ্মবেশে যুক্তরাষ্ট্র চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এক্ষেত্রে যারাই চীনকে চটাবে তাদেরকে বেইজিং শাস্তি দেবে।’