পেল ‘নূর জাহান’ এর সবুজ সংকেত

আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সম্প্রতি গঠিত হওয়া যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি। প্রথম পদক্ষেপ হিসেবে সেন্সর বোর্ডে জমার জন্য সবুজ সংকেত পেয়েছে ‘নূর জাহান’।

কমিটির সভাপতি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন জানান, ৩০ জানুয়ারি এফডিসিতে ‘নূর জাহান’-এর প্রিভিউ হয়। এরপর কোনো রকম আপত্তি ছাড়াই ছবিটি সেন্সর বোর্ডে পাঠানোর অনুমোদন দেয় কমিটি।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন যৌথভাবে প্রযোজনা করেছে ‘নূর জাহান’। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন নবাগত পূজা চেরি ও আদ্রিত। সিনেমাটি মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি।

সাধারণত যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে ছাড়পত্র পাওয়া সিনেমা সেন্সরে কোনো জটিলতা পড়ে না। এদিকে প্রিভিউ কমিটি শিগগিরই দেখবে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। সিনেমাটিতে অভিনয় করেছেন পরী মনি ও ইয়াশ রোহান।

বছরখানেক আগে যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে সরব হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সংগঠনটির নানামূখী কার্যক্রমে এক পর্যায়ে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ সাময়িকভাবে স্থগিত হয়। ধারাবাহিকভাবে নতুন নীতিমালা তৈরি হয়, গঠিত হয় প্রিভিউ কমিটি।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের সভাপতিত্বে এ কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহীন আরা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রযোজক ও পরিবেশক সমিতির সহকারী প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও বিএফডিসির পরিচালক (উৎপাদন) বিভাগের স্বপন কুমার ঘোষ।

আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮