আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের আগে বাংলাদেশ খেলছে একটি প্রস্তুতি ম্যাচ
ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের পেস বোলিং পরামর্শক ও একসময়ের কিংবদন্তী পেস বোলার কোর্টনি ওয়ালশ বলেছেন, পেসারদের ধারাবাহিকতা রক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে দল। একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা জানান ওয়েস্ট ইন্ডিজের এই খ্যাতিমান ক্রিকেটার।
ওয়ালশ বলেন, ‘আমাদের বেসিক নিয়ে কাজ করতে হবে এবং ধারাবাহিকতা প্রদর্শন করতে হবে, কারণ সেটাই মুখ্য হয়ে দাঁড়াবে।’
খেলোয়াড়েরা ভালো খেলার জন্য মুখিয়ে আছেন জানিয়ে ওয়ালশ বলেন, ‘আপনি যদি ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করতে পারেন, সেটাই হয়ে দাঁড়ায় আপনার খেলার ভাষা। একটি দল হিসেবে, খেলোয়াড়েরা ভালো খেলার জন্য মুখিয়ে আছে। তাই যা আমরা আশা করছি সেটি যদি করা যায়, তাহলে তাদের ধারাবাহিকতা এবং ভালো নিয়ন্ত্রণ রাখতে হবে- আমরা এটুকুই চাই।’
প্রস্তুতি ম্যাচ পর্যন্ত বাংলাদেশ পেস আক্রমণভাগ ঠিকঠাক আছে বলেই মনে করছেন তিনি। ওয়ালশ বলেন, ‘প্রথম ম্যাচের দিকে তাকালে সবকিছু ঠিক আছে। প্রথম টেস্টের আগে এটাই আমাদের শেষ ম্যাচ। সবাই ঠিক পথে এগোচ্ছে এবং আমরা দেখতে চাচ্ছি কে প্রস্তুত আর কে এখনও প্রথম টেস্টের গেম প্ল্যান অনুযায়ী প্রস্তুত নয়।’
প্রথম টেস্টের আগে প্রস্তুতির ব্যাপারে ওয়ালশ বলেন, ‘প্রস্তুতি ম্যাচে আমরা ব্যাটিং-বোলিং দুটোই করতে পেরেছি, এটা ভালো। আমাদের প্র্যাকটিস সেশনও থাকবে। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। আমরা শুধু ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং এ নিয়েই কাজ করছি।’
প্রায় দেড় মাসের সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। তার আগে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকরা।
আজকের বাজার: সালি / ২৩ সেপ্টেম্বর ২০১৭