২০১৪ সালে ওয়ানডে অভিষেকে পর টানা দুই বছর সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন তরুণ তাসকিন আহমেদ। ২০১৭ এর শুরু দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তাসকিনের।
নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ছিলেন এই উদীয়মান পেসার। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পর ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টেও। তবে তাসকিনকে একাদশে সুযোগ পেতে লড়তে হবে শফিউল, মুস্তাফিজের সঙ্গে। তবে দলে ডাক পেয়ে বেশ রোমাঞ্চ এই ২২ বছর বয়সী পেসার।
“বাংলাদেশ দলে অনেক দারুণ পেসার আছে এখন। আমাদের নিজেদের মধ্যে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা। টেস্ট স্কোয়াডে থাকতে পারলে অন্য রকম শান্তি লাগে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে থাকতে পারে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
ইংল্যান্ডকে স্পিন দিয়ে ঘায়েল করেছিল বাংলাদেশ। তাই চাইবেন দেশের মাটিতে স্পিনিং পিচই করতে। স্পিনারের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও পেস আক্রমনে অজিদের চেয়ে পিছিয়ে রয়েছে তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটি নিয়ে ভাবছেন না তাসকিন। কোচ কোর্টনি ওয়ালশের কাছে সব ধরনের শিক্ষাই নিচ্ছেন তাসকিনরা।
“ওদের তুলনায় আমরা একটু পিছিয়ে। তবে আমরা আগের চেয়ে ভালো অবস্থায় আছি। রিভার্স সুইং বা সুইং—গত দেড় মাসে সবকিছু নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, আগে যা করতে পারিনি, এবার সেটা আমরা কাজে লাগাতে পারব।”
আগামী ২৭ আগস্ট মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যে আরম্ভ হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
আজকের বাজার: সালি / ২১ আগস্ট ২০১৭