পেসার নির্ভর বিশেষ ক্যাম্প শুরু বিসিবির

একটি ভুল সোধরাতে গিয়ে আরেকটি ভুলের পথেই কি এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল? শ্রীলঙ্কার বিপক্ষে স্পিনারদের ব্যর্থতা ঘোঁচাতে ১৪ জন পেস বোলার নিয়ে আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিশেষ ক্যাম্প শুরু করেছে বিসিবি।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশার সিরিজ শেষে আগামী মাস থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু নিধাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এই বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া বেশির ভাগ ক্রিকেটারই হলো পেস বোলার। কারণ লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ গুলোতে বাংলাদেশকে ভুগতে হয়েছে বোলিং বিভাগ নিয়ে।

তাই আসন্ন সিরিজে টিম ম্যানেজমেন্ট পেস আক্রমণ ভাগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যার কারণে ক্যাম্পে ১৪ জন পেস বোলারের সাথে ক্যাম্পে থাকবেন মাত্র ৫ জন ব্যাটসম্যান। মূল প্রস্তুতি শুরুর আগে এই ‘বিশেষ ক্যাম্প’ চলবে ৯ দিন।

১৪ জন পেসাররা হলেন- তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, ইবাদাত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ রবিউল, খালেদ আহমেদ, কাজী অনিক ও হোসেন আলী।

পাঁচ ব্যাটসম্যানরা হলেন- ইমরুল কায়েস, সৌম্য সরকার, আরিফুল হক, জাকির হাসান ও সাব্বির আহমেদ।