কীটনাশক ছাড়াই পোকা দমনের পদ্ধতির নাম ‘পাচিং’।
এই পদ্ধতিতে ধানক্ষেতে ১৫ থেকে ২০ হাত দূরে গাছের ডাল বা বাশেঁর কঞ্চি পোঁতা হয় । ওই ডাল বা কঞ্চিতে বসে নানা জাতের পাখি। উড়ে আসা পাখি গুলো পোকা ধরে খায়।
কিশোরগঞ্জ ও শরীয়তপুরে কীটনাশক ছাড়াই পোকা দমনের এই পদ্ধতি ব্যাপক সাড়া ফেলেছে।
কৃষি বিভাগের কর্মকর্তাদের দাবি, এই পদ্ধতি শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ কার্যকর। কীটনাশক ব্যবহার করতে হয়না বলে এ পদ্ধতিতে দূষণ হয় না, কমে উৎপাদন খরচও।
পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে কীটনাশকের ব্যবহার অর্ধেকের বেশি কমে গেছে বলে জানান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ বি এম রকিবুল হাসান।
জৈব বালাই দমন পদ্ধতিতে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিত করবে বলে আশা জানালেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খান।
আজকের বাজার/আরজেড