পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : ইন্টারনেট

চারদিনের সফরে ইতালি পৌঁছে, ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় পোপের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

এর আগে, রোববার স্থানীয় সময় বিকেলে রোমে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কৃষি উন্নয়ন সংস্থা ইফাদ-এর ভাইস প্রেসিডেন্ট ক্লদিয়া রিখতার এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতারাও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সফরে আজ বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালকের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। পরে বাংলাদেশ দূতাবাসে নৈশভোজে অংশ নেবেন তিনি। এছাড়া মঙ্গলবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল পরিচালনা পরিষদের বার্ষিক সম্মেলনে মুল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

ইফাদে প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮