চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর উদযাপন উপলক্ষে ২ দিনের পোর্ট এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১২ টা ৪৫ মিনিটে, চট্টগ্রাম বন্দরের কার সেডে আয়োজিত পোর্ট এক্সপোর শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন , চট্টগ্রাম বন্দরের ১৩০ বছরে আমরা বন্দর থেকে অনেক কিছু অর্জন করেছি। দেশের অর্থনীতিতে এই বন্দরের কোন বিকল্প নেই। দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অনেক দায়িত্ব নিতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরকে দক্ষ, নিরাপদ ও কর্মী বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে । এক্ষেত্রে সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবে।
শেখ হাসিনা বলেন, ব্যবসা বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা যুদ্ধেও বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য নয় পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। কারণ তাদের এ বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এরমধ্যেই ভারত, নেপাল, ভুটান চট্টগ্রাম বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে চট্টগ্রাম বন্দর আরও সমৃদ্ধ হবে।
এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো পোর্ট এক্সপো’র আয়োজন করা হয়েছে। এক্সপোতে বাংলাদেশের সকল বন্দর, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সকল সংস্থা, বন্দর ব্যবহারকারী, স্টেকহোল্ডার, ব্যবসায়ী সংগঠন, নিরাপত্তা সংস্থাগুলো অংশ নিচ্ছে; এতে ১২৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭