রোমান পোলানাস্কির নতুন চলচ্চিত্র‘অ্যান অফিসার অ্যান্ড এ স্পাই’বুধবার‘ফরাসী অস্কার’তালিকার শীর্ষে থাকায় নারীবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই পরিচালক ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার করে ইউরোপে পালিয়ে যান। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে ১৯৭৮ সালের পর থেকে তিনি আর যুক্তরাষ্ট্রে ফিরে যাননি। হলিউডে তিনি একজন অগ্রহনযোগ্য ব্যক্তি। ফরাসী চলচ্চিত্র একাডেমি প্রধান এলাইন তেরজিয়ান বলেন, পুস্কার প্রদানের ক্ষেত্রে‘নৈতিক অবস্থানকে মূল্যায়ন করা হয় না।’ কিন্তু ফান্সের সমতা বিষয়ক মন্ত্রী, নারীবাদী দলসমূহ ও কিছু সংখ্যক চলচ্চিত্র সমালোচক এই মনোনয়নের নিন্দা জানিয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান