পোল্যান্ডেকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়

রাশিয়া বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমে দুর্দান্ত জয় পেয়েছে কলম্বিয়া। পোল্যান্ডেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। আর এই পরাজয়ে বিদায় নিশ্চিত হয়ে গেল পোল্যান্ডের। এখন ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে আছে সেনেগাল, জাপান ও কলম্বিয়া।

রোবাবর কাজানে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের ৪০তম মিনিটে একাদশে ফেরা মিনারের দারুণ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। জেমস রদ্রিগুয়েজের চমৎকার ক্রস লাফিয়ে জালে পাঠান অরক্ষিত বার্সেলোনা ডিফেন্ডার। ক্রস ঠেকাতে ঝাঁপিয়েছিলেন পোলিশ গোলরক্ষক, কিন্তু বলের নাগাল পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে কলম্বিয়া। তাদের আক্রমণ সামলে ৫৯তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগ তৈরি করে পোল্যান্ড। পিছন থেকে উড়ে আসার বল বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের বুলেট গতির শট নেন লেভানদফস্কি। তবে ছুটে এসে দারুণ ব্লক করে দলকে বাঁচান গোলরক্ষক দাভিদ অসপিনা।

৭০তম মিনিটে ব্যবধান ২-০ করেন রাদামেল ফ্যালকাও।কুয়াদরাদোর দারুণ পাস অফ সাইডের ফাঁদ এড়িয়ে বক্সে খুঁজে পায় ফালকাওকে। মোনাকো স্ট্রাইকারের সামনে ছিলেন কেবল গোলরক্ষক। বিপদ দেখে এগিয়ে এসেছিলেন কিন্তু কাজ হয়নি। ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফালকাও। কলম্বিয়ার সর্বকালের সেরা গোলদাতার বিশ্বকাপে প্রথম গোল।
এর কিছুক্ষণ পরই ৩-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫তম মিনিটে গোলটি করেন হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো। রদ্রিগুয়েজের কাছ থেকে বলটি পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে কুয়াদ্রাদো বল পাঠিয়ে দেন জালে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এর আগে জাপানের বিপক্ষে কলম্বিয়া হেরেছিল ২-১ গোলে। আর সেনেগালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল পোল্যান্ড। আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দিন সেনেগালের মুখোমুখি হবে কলম্বিয়া। আর জাপানের মুখোমুখি হবে পোল্যান্ড।

সেনেগাল ও জাপানের পয়েন্ট এখন চার করে। আর কলম্বিয়ার পয়েন্ট তিন। কলম্বিয়া যদি আগামী ম্যাচে সেনেগালকে হারাতে পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। আবার সেনেগাল যদি কলম্বিয়াকে হারাতে পারে তাহলে সেনেগাল দ্বিতীয় রাউন্ডে উঠবে। বাদ পড়বে কলম্বিয়া। আর জাপান যদি পোল্যান্ডকে হারাতে পারে তাহলে জাপান দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

আরএম/