যুক্তরাষ্ট্র মঙ্গলবার পোল্যান্ডের কাছে ৩.৭৫ বিলিয়ন ডলার মূল্যের ১১৬টি আব্রামস ট্যাঙ্ক ও অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি একটি নির্ভরযোগ্য বাহিনী গড়ে তোলার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবেলার শনাক্তে সক্ষম হচ্ছে এবং ন্যাটোর বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করছে।’
এতে আরো বলা হয়, ‘এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি ন্যাটোর মিত্র একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে বৈদেশিক নীতিমালার লক্ষ্যের ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্দেশ্যের সহায়ক হবে। ন্যাটোর এ মিত্র দেশ ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতার ও অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তি।’
প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নয় মাসেরও বেশি সময় পর এমন ঘোষণা দেওয়া হলো।
মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার কংগ্রেসের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।