আগামী ডিসেম্বরের মধ্যে পোশাক কারখানার সংস্কার কাজ শেষ করা না হলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (২১ জুন) বিজিএমইএ ভবনে আয়োজিত ‘গার্মেন্টস শিল্পের সংস্কার প্রক্রিয়ায় জাতীয় উদ্যোগ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শ্রমিকদের নিরাপত্তার ব্যপারে সিরিয়াস। যদি কাজগুলো ডিসেম্বরের মধ্যে শেষ না হয়, তাহলে ফ্যাক্টরি বন্ধ করে দেবো। ব্যবসা যেহেতু করতে হবে শিডিউল অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করেন। আমরা রূঢ় আচরণ করতে চাইনা।
কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যাদের এখনও নিজস্ব ভবন নেই, তারা তিন থেকে ছয় মাসের মধ্যে নিজস্ব ভবনে চলে যাবেন। আমরা কিভাবে বুঝবো আপনারা সরকারের শর্ত পূরণ করেছেন। এজন্য যে ২৬ টি ফার্ম আছে তাদের দিয়ে অডিট করাবেন। তারা সার্টিফিকেট দিলে আমরা ভেবে নেবো আপনারা শর্ত পূরণ করেছেন। তবে ফার্মের কেউ যদি অনৈতিক কোন শর্ত দেয়, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো।’
মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পোশাক কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাসেল/