বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ নিশ্চয়তা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী।
দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন। তিনি আশস্ত করেন, করোনা সংকটের কারণে বাংলাদেশের পোশাকখাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেনের ক্রেতারা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীকে জানান, স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং দুই প্রধানমন্ত্রীর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।