সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ২ লাখ ২৭ হাজার ২২৩ কোটি টাকা। যা এই সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৩৪ শতাংশ কম। তবে এর আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে এই খাতের পণ্য রপ্তানি আয় শূন্য দশমিক ২০ শতাংশ বেড়েছে।
চলতি জুলাই মাসে প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
ইপিবির প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। একই সময়ে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৪৩৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
সদ্য সমাপ্ত অর্থবছরে নিটওয়্যার পণ্য রপ্তানিতে আয় হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৭২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম। তবে এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ৩ দশমিক ০১ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে আলোচ্য খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার।
সদ্য সমাপ্ত অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ১ হাজার ৪৩৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ২১ শতাংশ কম। একইসঙ্গে এর আগের ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় আলোচ্য খাতের রপ্তানি আয় ২ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুলাই ২০১৭