নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দেশের রপ্তানিমুখী পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ১৭ হাজার ৫৬৮ টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মুজরি ৮ হাজার টাকা।
সিপিডি বলেছে, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো যদি প্রতি পোশাকে বাড়তি ৭ সেন্ট দেয়, তাহলে এই মজুরি দিতে কারখানা মালিকেরা চাপে পড়বেন না।
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত পোশাক খাতে ন্যূনতম মজুরি পুননির্ধারণ, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা শীর্ষক অনুষ্ঠানে এই প্রস্তাব দেয় সিপিডি।
গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের ওপর গবেষণা করে এই প্রস্তাব দিচ্ছে। অনুষ্ঠানে মূল প্রস্তাব উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র গবেষণা সহকারী তামিম আহমেদ।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নিম্নতম মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, নি¤œতম মজুরি বোর্ড শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি প্রমুখ। (বাসস)