পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে কয়েকশ’ পোশাক শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৯টার দিকে উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ শুরু করে।

এসময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুরে ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।

আজকের বাজার/এমএইচ