সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।
এসময় আমিনবাজার তুরাগ এলাকার সিটি করপোরেশনের একটি গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো এ্যাপারেলন্সের এক নারী শ্রমিক তুরাগ এলাকা দিয়ে রাস্তা পারও হওয়ার সময় সামনে থেকে আসা একটি বাসের ধাক্কায় আহত হয়েছেন।
দুর্ঘটনার পর তার মৃত্যুতে গুজব ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সহকর্মীরা উত্তেজিত হয়ে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তথ্য- ইউএনবি
আজকের বাজার/এমএইচ