২৪ পিস সোনাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
আটক যাত্রী সোনাগুলো তার অন্তর্বাসে লুকিয়ে রেখেছিলেন। তার বাড়ি নরসিংদী।
মঙ্গলবার ৯ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়।
আটক সোনার ওজন ২.৭৮৫ কেজি। দাম প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জান্নাতুল ফেরদৌস নামে ওই নারী যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ইউএস বাংলার (ফ্লাইট নং বিএস৩২২) বিমানে আরোহন করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশপথে এই সোনা হস্তান্তর হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তার ওপর নজর রাখছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পরই তাকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে অন্তর্বাস থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আটক ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।
আজকের বাজার:এলকে/ ৯ জানুয়ারি ২০১৮