কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির একটি পোস্টারের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন হাঙ্গেরির এক আলোকচিত্রী।
ফ্লোরা বরসি নামে ওই ডিজিটাল শিল্পীর অভিযোগ, তাঁর অনুমতি না নিয়ে ছবির নির্মাতারা তাঁর তোলা ছবির মডেলের আদলে কঙ্গনার একটি ফোটোশুট করেছেন।
দুটি ছবির কোলাজ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ফ্রিলান্স শিল্পী হিসেবে মূলত কাজ করেন ফ্লোরা বরসি। এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য পেশ করা হয়নি।
আজকের বাজার/লুৎফর রহমান