পোস্তগোলা ব্রিজে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়েছে।
টোল বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার (২৬ অক্টোবর) সকালে এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, টোল বাড়ানোর প্রতিবাদে পোস্তগোলা ব্রিজের গোড়ায় শ্রমিকরা অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এ ঘটনায় ২০ জনের মতো শ্রমিককে আটক করেছে পুলিশ।
শ্রমিকরা বলছেন, গত ২২ অক্টোবর এই ব্রিজের টোল বাড়ানো হয়।
আজকের বাজার/এমএইচ