‘পোড়ামন ২’ টিজারে ভিন্নতা দেখা গেল

‘পোড়ামন ২’ এর প্রকাশ করা হলো ছবিটির টিজার। ঝকঝকে টিজারে আবার বোঝানো হল এটি গ্রাম বাংলার চিরায়ত প্রেমের গল্পের ছবি। তবে গল্প চেনা হলেও উপস্থাপনায় ভিন্নতা দেখা গেল টিজারে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটি ইতোমধ্যে কান চলচ্চিত্র উৎসবের হল প্রদর্শনের জন্য নিয়ে গেছে প্রযোজনা সংস্থা।

ফের অভিনয়ে প্রশংসিত হয়ে শিক্ত উঠতি নায়িকা পূজা চেরি। এক মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে তার প্রমাণ পাওয়া গেল।

ছবিটিতে পূজার নায়ক হিসেবে রয়েছেন টিভি নাটকের অভিনেতা সিয়াম। টিন এজ প্রেমিক প্রেমিকা হিসেবে দুজনকে ভালোই দেখা গেল টিজারে।

প্রযোজনা প্রতিষ্ঠান সু্ত্রে জানা যায়, আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে ।

এই সিক্যুয়েকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ।

আজকের বাজার/আরআইএস