পৌণে ৮ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যান

পৌণে ৮ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমাবার সকাল পৌণে ১০টায় কুয়াশা কেটে গেলে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে কনকনে শীতে সহস্রাধিক যাত্রী ও যানসহ আটকা পড়া ৭টি ফেরি গন্তব্যে রওয়ানা দিয়েছে। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যান। এর আগে রেবাবার রাত ২টায় পদ্মা অববাহিকায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন, কুয়াশার কারণে নৌপথে বয়া, বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
এ রুটে ১৬টি ফেরি, ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪ শ’ স্পীটবোর্ট চলাচল করে।