প্যানেল মেয়র ওসমান গণির মরদেহ ঢাকায়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গনির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান গনির কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে ওসমান গনির প্রথম জানাজা হবে।

তারপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন রাখা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে।

তিনি জানান, বিকালে আসরের নামাজের পর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ওসমান গনিকে।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ওসমান গণি শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসাপাতালে মারা যান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করে সরকার। সেসময় থেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্ব নেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আজকের বাজার/এমএইচ