প্যারিসে ‘আইএস’র হামলা, নিহত ১

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তির হামলায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সেন্ট্রাল প্যারিসের অপেরা ডিস্ট্রিকে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, হামলার সময়  মানুষজন ভয়ে রাস্তা থেকে দৌড়ে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নিয়েছে। তবে হামলার উদ্দেশ্য কি ছিল সেটা তাৎক্ষণিক-ভাবে এখনো জানা যায় নি।

পরে ইসলামিক স্টেট (আইএস)গ্রুপ দাবি করেছে, তাদের একজন সৈন্য এই হামলা চালিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আবারো ফ্রান্স থেকে রক্ত ঝরলো, কিন্তু শত্রুদের এক ইঞ্চি স্বাধীনতাও দেয়া হবে না।’

রাসেল/