ফ্রান্সের প্যারিসে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘প্রজন্ম ৭১’।
রোববার প্যারিসের রিপাবলিক চত্বরে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে গণজমায়েত ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে সংগঠনটি।
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে প্রজন্ম ৭১-এর আহ্বায়ক নিয়াজ উদ্দিন চৌধুরী হীরার সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগেরসহ সভাপতি সুনাম উদ্দিন খালিক‚ সালেহ আহমদ চৌধুরী‚ এম এ সহিদ তাহের‚ আশরাফুল ইসলাম‚ নুরুল আবেদীন‚ জসিম উদ্দিন ফারুক‚ সাহনেওয়াজ রানা‚ সরফ উদ্দিন সপন‚ শাজাহান শাহী ও আতিকুজ্জামান।
এছাড়া আরো বক্তব্য দেন হাসান সিরাজ‚ আকিল ইব্রাহীম‚ হাসান আহমদ‚ কামাল আহমদ‚ আজমল হোসেন‚ লাবু চৌধুরী‚ খায়রুল আলম মাজেদ‚ মতিউর রহমান‚ মান্নান আহমদ‚ রাজন আহমদ‚ জসিম উদ্দিন‚ জুবেল মিয়া‚ এরশাদ আহমদ‚ সামাদ আহমদ‚ দবির মিয়া‚ আতিকুর রহমান‚ অপুর্ব রায়, মারজান প্রধান ও মোয়াজ্জেম হোসেন তারা।
আরএম/