ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার রাতে একটি ভবনে অগ্নিকান্ডে চার জনের মৃত্যু ও অপর একজন মারাত্মকভাবে পুড়ে গেছে। দমকল বাহিনী একথা জানিয়েছে।
প্যারিসের আটতলা একটি ভবনে এই অগ্নিকান্ডে দুই দমকলকর্মীসহ ২৪ জন সামান্য আহত হয়েছে।
কয়েকজন বাসিন্দা হুড়োহুড়ি করে আশপাশের ভবনের ছাদে অবস্থান নিয়েছে। ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে।
এলাকাটিতে আইফেল টাওয়ার, প্যারিস সেইন্ট-জার্মেইন স্থানীয় স্টেডিয়াম পার্ক ডেস প্রিন্সেস, ছবির মতো সুন্দর বোইস ডি বোলোগনে এবং বেশ কয়েকটি অভিজাত দোকান ও রেস্তোরাঁ আছে। এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান।
দমকল বিভাগের মুখপাত্র ক্লেমেন্ট কোগনন বলেন, ‘আমাদের অনেককে উদ্ধার করতে হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন ছাদে আশ্রয় নিয়েছিলেন।’
স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে দমকলকর্মীরা সবাইকে সরিয়ে নেয়। এরল্যাঙ্গার স্ট্রিটে এ অগ্নিকান্ড ঘটে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আশপাশের বেশ কয়েকটি ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ