রজার ফেডেরার আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন৷ রাফায়েল নাদাল টুর্নামেন্টের মাঝ পথেই চোটের জন্য কোর্ট ছেড়েছেন৷ এই অবস্থয় বিগ থ্রি’র বাকি একজনই ছিলেন প্যারিস মাস্টার্স জয়ের প্রধান দাবিদার৷ ফেভারিট হিসাবে কোর্টে নেমে নোভাক জকোভিচ প্রত্যাশা মতোই জিতে নিলেন প্যারিস মাস্টার্সের খেতাব৷
এই নিয়ে মোট পাঁচবার প্যারিসের ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন জোকার৷ সব মিলিয়ে কেরিয়ারের ৩৪ তম মাস্টার্স ট্রফি ঘরে তোলেন সার্বিয়ান তারকা৷ এই নিরিখে তিনি রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন৷ নাদালের দখলে রয়েছে সর্বাধিক ৩৫টি মাস্টার্স জয়ের রেকর্ড৷ রাফার থেকে মাত্রা এক কদম দূরে দাঁড়িয়ে জকোভিচ।
আজকের বাজার/লুৎফর রহমান