সর্বশেষ ডিসেম্বরে মুক্তি পায় তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম চলচ্চিত্র ‘হালদা’। প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
প্রথম সপ্তাহে সারাদেশের ৮২ হলে মুক্তি পায় ‘হালদা’। এরপর মুক্তি পায় উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে। সেখানেও দর্শকের সাড়া পায় ছবিটি। এবার মুক্তি পাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। স্থানীয় পাবলিসিস সিনেমা হলে ১৯ থেকে ২১ জানুয়ারি প্রদর্শিত হবে ‘হালদা’।
দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। মা মাছ এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, ক্ষয় ও তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান ও মোমেনা চৌধুরী।
চলতি সপ্তাহে দেশের চারটি হলে চলছে ‘হালদা’। পাশাপাশি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাবলিক লাইব্রেবিতে প্রদর্শিত হবে সিনেমাটি।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭