পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৪ জন পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইনভঙ্গ করায় এ জরিমানা করা হয়েছে।
পরিচালকগণ হলেন: প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাদেকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিউল আযম, মোহাম্মদ সোহেল খান, জনাব এম.এ কামাল ভুঁইয়া।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, প্রতিষ্ঠানটির ৪ জন পরিচালককে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির ৬৬৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিএসইসির এক নিরীক্ষায় উঠে আসে, প্রতিষ্ঠানটি আইপিও’র অর্থ দিয়ে যথাসময়ে ঋণ পরিশোধ করেনি। এছাড়া কমিশনের নিযুক্ত বিশেষ নিরীক্ষককে সহায়তা করেনি তারা। আইপিও থেকে উত্তোলিত অর্থের ২০ কোটি ৯৮ লাখ টাকা ভবন নির্মাণে অপব্যবহার করেছে এবং কমিশনে মিথ্যা তথ্য দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করেছে।
আজকের বাজার/মিথিলা