প্রকল্প বাস্তবায়নে বাজেটে বিশেষ নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বাজেটে প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ নজর দিতে হবে। সেইসঙ্গে বাজেটে সমতাভিত্তিক উন্নয়ন থাকা উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আগামীকাল ১ জুন বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বাজেট নিয়ে চারিদিকে শেষ রাতেও চলছে জল্পনা-কল্পনা।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে অর্থসূচককে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, এবারের বাজেট বড় বাজেট। মূসক আইনের বাস্তবায়নের উপর এটার বাস্তবায়ন নির্ভর করবে। তাছাড়া বড় বড় যেসব মেগাপ্রকল্পের ঘোষণা দিয়েছে সরকার, তার বাস্তবায়ন করতে হবে।

বিআইডিএসের এই গবেষক বলেন, আগের মেগা প্রকল্পেরই বাস্তবায়ন যতখানি হওয়ার কথা, সেটা হয়নি। তার উপর আরও নতুন মেগা প্রকল্পগুলো যদি নির্বাচনমুখী এবং শুধু প্রকল্পের খাতিরেই হয়। তাহলে সেটা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে না। অবশ্যই আমাদের বড় বড় প্রকল্প দরকার। তবে সেটা জনকল্যাণকে ও অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখেই করতে হবে।

“পুরোনো যেসব প্রকল্পের বাস্তবায়ন খুবই মন্থর, সেগুলো কাটছাঁট করে নতুন এবং বড় মেগা প্রকল্পের জন্য সরকার কতটা অর্থায়ন করতে পারে তার উপরই নির্ভর করবে সত্যিকার অর্থেই বাজেটে মানুষের কতটা আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।”

ড. নাজনীন বলেন, অনগ্রসর প্রকল্পের দিকে নজর দিতে হবে। কিছু প্রকল্প বন্ধ করে দেয়া যেতে পারে। যে প্রকল্পের অগ্রগতি নেই সেগুলো বছরের পর বছর ফেলে রাখা যাবে না। প্রকল্প পরিচালকের ক্ষেত্রে দক্ষ পরিচালক নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন- বাজেটে সমতাভিক্তিক উন্নয়ন থাকা উচিত। তবে হতাশার বিষয়- আমরা সেটা দেখছি না। দিন দিন অসমতা বাড়ছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক বৈষম্য কমাতে হবে। সবার জীবনমান যাতে উন্নত হয় সেদিকে বাজেটে লক্ষ্য রাখতে হবে। এছাড়া সার্বিক উন্নয়ন হতে হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে নজর দিতে হবে। অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হতে হবে। বর্তমানে আমাদের যে উন্নয়নটা হচ্ছে এটাকে ধরে রাখতে হবে। সাথে সাথে আমাদের সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

সূত্র:অর্থসূচক:

আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭