রন’স মিউজিকের ব্যানারে প্রকাশিত হলো তরুন প্রতিভাবন কন্ঠশিল্পী জনি’র ‘স্কুল পালানো প্রেম’ মিউজিক ভিডিও। সিয়াম রানার কথায় ‘স্কুল পালানো প্রেম’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।
সোহেল রানা পরিচানয় এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বিজয়, হিমু ও ইশা। ‘স্কুল পালানো প্রেম’ গানের টিম মেম্বার সকলেই গানটি নিয়ে খুব আশাবাদী।
কন্ঠশিল্পী জনি বলেন, একটি গানের প্রাণ সুন্দর কথা আর সুর। ‘মিষ্টি সুরের একটি গান। শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস।
প্রধান চরিত্র থাকা বিজয় বলেন, আমি অভিনয়ের দিক থেকে সর্বত্মক চেষ্টা করেছি। ‘স্কুল পালানো প্রেম’ মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে রন’স মিউজিকের ব্যানারে। আমরা আমাদের যায়গা থেকে সর্বত্মক চেষ্টাটাই করেছি। এখন বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করবে।
আজকের বাজার/আরআইএস