প্রকাশ্যে কেঁদে ফেললেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বাবার কথা বলতে গিয়ে ক্যামরার সামনেই ঝরঝরিয়ে কেঁদে ফেলেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, বেশ কয়েক বছর ধরেই ‘স্মাইল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া। যেখানে শিশুদের হাসি ফিরিয়ে দেওয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন রাই।
জানা গেছে, অসহায় শিশুরা যাতে ভালভাবে বেছে থাকতে পারে, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেই চেষ্টাই চালান সাবেক এই বিশ্ব সুন্দরী।
‘স্মাইল ফাউন্ডেশন’ এর একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই বাবা কৃষ্ণরাজ রাই-এর কথা মনে করে, কেঁদে ফেলেন তিনি। তার জীবন গঠনে বাবার ভূমিকা কতটা, এটা প্রকাশ্যে এনে যেন অতীতে হারিয়ে যান তিনি।
আজকেরবাজার/এসকে