প্রকাশ্যে চুমু খাওয়া নিষেধ

ভারতে প্রতিদিন নানা ঘটনার কথা শুনা যায়। সেখানকার কোনো কোনো গ্রামে নানান ধরণের আইনের কথাও শুনা যায়। সম্প্রতি ভারতের গোয়ার একটি গ্রামে প্রকাশ্যে চুমু খাওয়া, মদ খাওয়া, জোড়ে মাইক বাজানো এবং বনভোজনও নিষিদ্ধ করা হয়েছে। যা যুগলদের কর্মকাণ্ডে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে।

পানাজি থেকে খানিক দূরেই রয়েছে সালভোদোর দো মুন্ডো নামেই এই ছোট গ্রামটি। গোয়ায় ঘুরতে এসে পর্যটকরা মাঝেমধ্যে এই গ্রামে পিকনিক করতে আসেন। কিন্তু পিকনিকের পাশে বসে মদের আসর। চলে প্রকাশ্যে অশ্লীলতা।

এ ব্যাপারে ওই গ্রামের ডেপুটি সরপঞ্জ রীনা ফর্নান্ডেজ বলেন, এই গ্রামে বহু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। যার ফলে অস্বস্তির মধ্যে পড়তে হয় গ্রামের মানুষকে। তাই বাধ্য হয়েই গ্রামে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো জানান, প্রকাশ্যে চুমু খাওয়ার পাশাপাশি মদ খাওয়া, জোড়ে মাইক বাজানো এবং বনভোজনও নিষিদ্ধ করা হয়েছে।

আজকের বাজার: আরআর/ ১৭ অক্টোবর ২০১৭