প্রেম-ভালবাসা বিষয়টা খুবই অদ্ভুত। প্রতিদিন যত গান তৈরি হয় তার অধিকাংশই প্রেম ভালবাসা নিয়ে। তবে সিএমসি মিউজিকের ব্যানারে এবার প্রকাশ হলো ভিন্যরকমের একটি চমক ‘আয়নারে বাবু’ আইটেম গান।
আয়নারে বাবু করছি কেমন কাবু, দেখে যা দেখ রসিয়ার যাদু। রসে টগ-বগ করে রসিয়ার বাহারে, রসিয়া থাকবে সকলের মন জুরে। নাচবো হেলে দুলে, নুপুরের তালে তালে, রসগোল্লা খাওয়াবোরে এমনই একটি রসালো গান ধুমধামভাবে চলছে সিএমসি মিউজিক’র ইউটিউবে।
এ গানের কথায় রয়েছে সম্ভব আনন্দ তুমুল উন্মাদনা ও উত্তেজনা। গানটিতে কন্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজ। কথা ও সুর দিয়েছেন শিল্পী নিজেই।
সঙ্গীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। দেশের সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। অনেক গান মুক্তি পেয়েছে। শ্রেণিভিত্তিক শ্রোতাপ্রিয় গানও রয়েছে। তবে প্রচারের আলোয় এবার তার সঙ্গীত পরিচালনায় চলছে কন্ঠশিল্পী মৌমিতার আয়নারে বাবু
গান সর্ম্পকে মৌমিতা বলেন, ‘আয়নারে বাবু’ গানটি নিয়ে আমি আগে থেকেই অনেক ভাবতাম কিভাবে শ্রোতাদের সামনে ফুটিয়ে তুলবো সত্যি বলতে এ গানটা আজকের নয়, আজ থেকে প্রায় ১ বছর হবে কিন্তু ব্যাস্ততার কারনে পিছিয়ে পরেছি।
গানটি নিয়ে কতটা আশাবদি আপনি জানতে চাইলে তিনি বলেন, আসলে শ্রোতাদের মনে পৌছাতে হলে ভিডিও নিয়ে বেশি ভাবতে হচ্ছে। এখন গান বাজারে শুধু অডিও দিয়ে কিছুই হচ্ছে না।
তিনি আরো বলেন, এ গানের সঙ্গীত আয়োজনে ছিলেন রোহান রাজ ভাই, যেভাবে উনি গানটাতে পরিশ্রম দিয়েছে সে যায়গা থেকে অবশ্যই ভালোর চেয়ে ভালো হয়েছে। আমরা আমাদের যায়গা থেকে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি বাকিটা শ্রোতাদের উপর নির্ভর করছে।
আজকের বাজার/আরআইএস