দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে উজ্জল খানের ‘তোর মনের জমিনে’ গানটির মিউজিক ভিডিও। এমদাদ সুমনের কথায় ‘তোর মনের জমিনে’ গানটির সুর করেছেন মাসুম ও সঙ্গীত পরিচালনায় ছিলেন অরন্য আকোন।
গাজীপুরের মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল আনান খান ও সোনিয়া। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সিডি চয়েস মিউজিক টিম।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক এর ব্যানার থেকে উজ্জল খানের ‘তোর মনের জমিনে’ মিউজিক ভিডিও প্রকাশ পায় গত ০৫ মার্চ। শুরু থেকেই আলোচনায় চলে আসে গানটি।
উজ্জল খান বলেন, আমার ক্যারিয়ারে এই গানটি নতুন মাত্রা যোগ করেছে ধন্যবাদ এমদাদ ভাইকে এত সুন্দর একটি গানের কথা আমাকে উপহার দেওয়ার জন্য। ভালোবাসা জানাই দর্শক শ্রোতাদের যারা আমার এই গানটি ভালোবেসে শেয়ার করেছেন।
সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন বলেন, কিছু গান থাকে যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তেমনই একটি গান ‘তোর মনের জমিনে’। আমি বিশ্বাস করি গানটি দর্শক হৃদয়ে খুব দ্রুত জায়গা করে নিবে।