প্রকাশিত হয়ে গেল তরুন প্রতিভাবন দুই সংগীতশিল্পী শাহাদাত ও তারিনের ‘আওয়ারা মন’শিরোনামের একটি মিউজিক ভিডিও।
গত শনিবার, ৮ ডিসেম্বর অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক'র ব্যানারে গানটি প্রকাশ করা হয়।
গানটির কথা ও সুর করছেন শাহাদাত নিজেই। সংগীত পরিচালনায় ছিলেন মনিরুল কবির জনি। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন সিডি চয়েস মিউজিক টিম। মডেল হিসেবে ছিলেন, শিবলু ও অলিভিয়া।
গান প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘এই গানের কথা এবং সুর আমার নিজের আর তাই সবথেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়াও আমার এই চেষ্টা শুধু একার নয় আমার সঙ্গে কন্ঠ দিয়েছেন তারিন আপু। গানটির কথা এবং সুরের আবেশে ভক্ত-শ্রোতারা মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস। গানটি সঙ্গীতপ্রেমীদের মনে ভিন্ন এক অনুভূতি জোগাবে। সকলের অব্যাহত অনুপ্রেরণাই সামনে আরো ভালো ভালো গান করতে উৎসাহিত করবে।
https://youtu.be/pvHCjyDtdUE
আজকের বাজার/এমএইচ